‘রাম’ কৃপায় বিশ্বের প্রথম সাততারা নিরামিষ হোটেল অযোধ্যায়

অযোধ্যা, ১৫ জানুয়ারি– অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে কত না উত্তেজনা৷ শুধু অযোধ্যা নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও সাজ-সাজ রব৷ এরইমধ্যে উত্তরপ্রদেশ একের পর এক চমক দিতে শুরু করেছে৷ এদিনকে ঘিরে রাজ্যে ‘ড্রাই ডে’, সরকারি ছুটি এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, এই শহরেই তৈরি হবে বিশ্বের সর্বপ্রথম সাততারা নিরামিষ হোটেল! অর্থাৎ এদিন শুধু নিরামিষ ভোজনের ব্যবস্থাই থাকবে সর্বত্র৷

পাঁচতারা কিংবা সাততারা হোটেলে সাধারণত নানা ধরনের কুইজন পাওয়া যায়৷ কিন্ত্ত এই প্রথমবার সাততারা হোটেলে শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যাবে৷ আদিত্যনাথ বলেন, “অযোধ্যায় হোটেল তৈরির জন্য ২৫টা প্রস্তাব এখনও পর্যন্ত এসেছে৷ তার মধ্যে একটি সম্পূর্ণ নিরামিষ সাতসারা হোটেলের প্রস্তাব৷” রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় ভক্ত এবং পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলেই আশা প্রশাসনের৷ সেই কারণেই ঢেলে সাজানো হচ্ছে শহরকে৷ গডে় উঠছে নতুন নতুন হোটেল, রেস্তরাঁ৷ আর নিরামিষ সাততারা হোটেল তৈরি হলে দেশ-বিদেশের ভক্তদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে৷