কেরলের মন্দিরে উৎসব চলাকালীন অগ্নিকাণ্ড, জখম ১৫০

প্রতীকী চিত্র

মন্দিরে উৎসব চলাকালীন আতসবাজি থেকে অগ্নিকাণ্ড। জখম কমপক্ষে ১৫০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটজনক। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণের রাজ্যে কেরলের অঞ্জুতাম্বলম বীরকাভু মন্দিরের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কেরলের নীলেশ্বরের কাছে অবস্থিত ওই মন্দিরে উৎসবের সময় আতশবাজির স্টোরে একটি বড় বিস্ফোরণ ঘটে। এর জেরে সেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে কাসারগোড, কান্নুর এবং ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বড় দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উদ্ধারকাজ খতিয়ে দেখেন তাঁরা। পুলিশের সন্দেহ, বীরকাভু মন্দিরের কাছে একটি দোকানে পটকা রাখা হয়েছিল। সেগুলিতেই হঠাৎ আগুন লেগে যায়, যার জেরে এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, অঞ্জুতাম্বলম বীরকাভু মন্দিরে বার্ষিক কালিয়ত্তম উৎসব পালিত হচ্ছিল। অনুষ্ঠানের জন্য প্রচুর আতশবাজির জড়ো করে একটি স্টোরে রাখা হয়েছিল। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই সেই স্টোরে বড় বিস্ফোরণ হয়। সেখানে একের পর এক সব পটকা জ্বলতে থাকে। সেই সময় মন্দির চত্বর ভিড়ে ঠাসা ছিল। আচমকা বিস্ফোরণের শব্দে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছু লোক আবার ঘটনার ভিডিও করতে থাকে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। আগুন এতটাই বিধ্বংসী ছিল যে মুহূর্তের মধ্যে দেড় শতাধিক মানুষ আটকে যায়। সবাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় এসেছেন পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান তাঁরা।