• facebook
  • twitter
Tuesday, 24 September, 2024

মধ্যপ্রদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ড, নেই হতাহতের খবর

ভোপাল, ৯ মার্চ–শনিবার ভোরেই অগ্নিকাণ্ডের ঘটনা মধ্যপ্রদেশের সরকারি সচিবালয়ে৷ মুহূর্তে বল্লভ ভবন সচিবালয়ের চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ ঘটনায় শনিবার ছুটির দিন হওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী৷ ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি৷ এদিন মধ্যপ্রদেশের ভোপালে বল্লভ ভবন সচিবালয়ের চার তলায় আগুন লাগে৷

ভোপাল, ৯ মার্চ–শনিবার ভোরেই অগ্নিকাণ্ডের ঘটনা মধ্যপ্রদেশের সরকারি সচিবালয়ে৷ মুহূর্তে বল্লভ ভবন সচিবালয়ের চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ ঘটনায় শনিবার ছুটির দিন হওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী৷ ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি৷ এদিন মধ্যপ্রদেশের ভোপালে বল্লভ ভবন সচিবালয়ের চার তলায় আগুন লাগে৷ পুরনো ফাইল সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ ইতিমধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে৷

ঘটনাটির প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান যে ভোপালের জেলাশাসকের কাছ থেকে খবর পাওয়ার পরই তিনি মুখ্যসচিবকে গোটা বিষয়টির উপর নজর রাখতে বলেছেন৷ একইসঙ্গে আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে সেই পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন৷ ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি৷ অন্যদিকে, ডেপুটি পুলিশ কমিশনার শ্রদ্ধা তিওয়ারি জানিয়েছেন, তৃতীয় এবং চতুর্থ তলের আগুন পাঁচ তলাতেও ছডি়য়ে পডে়৷ তবে তৃতীয় এবং চতুর্থ তলের আগুন নিয়ন্ত্রণে আসার বেশ কিছুক্ষণ পরে পাঁচ তলার আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷