• facebook
  • twitter
Monday, 7 April, 2025

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চাকা থেকে আগুন স্লিপার কোচে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।

বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চাকা থেকে আগুন স্লিপার কোচে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। আগুন দেখতে পেয়েই ব্যাপক উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। ওই কামরাটি দ্রুত খালি করিয়ে দেওয়া হয়। মাঝরাস্তায় থামিয়ে দিতে হয় ট্রেন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা।

ট্রেনটি শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল। শনিবার রাত ৯টা নাগাদ ট্রেনটি বিহারা স্টেশনের কাছে পৌঁছানোর পর যাত্রীরা ট্রেন থেকে ধোঁয়া বার হতে দেখেন। ট্রেনের চাকা থেকে আগুন নিমেষে স্লিপার ক্লাস কোচে ছড়িয়ে পড়ে। চালকের কাছে বার্তা যেতেই তিনি ট্রেনটিকে থানাম। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন। রেল সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল। ৪৫ মিনিট পর ট্রেনটি আবার গন্তব্যে রওনা দেয়।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও হতাহত নেই। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই সম্ভবত আগুন লেগেছিল। মনে করা হচ্ছে, ব্রেকের কোনও সমস্যা হয়েছিল। ফলে চাকার সঙ্গে ঘর্ষণে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওড়িশার বালেশ্বরের কাছে গতকালই দুর্ঘটনার মুখে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিনের তলা থেকে খুলে যায় বিভিন্ন যন্ত্রাংশ। চালক সময় মত ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। ইঞ্জিন এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয় বলে রেল জানিয়েছে। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি।