লক্ষ্মীপুজোর দিন মুম্বইয়ে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে মুম্বইয়ের এক বহুতল আবাসনে আগুন লাগে। ঘটনার জেরে প্রাণ হারান ৩, আহত একাধিক বাসিন্দা। দমকলকর্মীদের প্রচেষ্টায় ঘটনার ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল, তদন্তে পুলিশ।
ঠিক কী ঘটেছে? বুধবার সকালে মুম্বাইয়ের আন্ধেরির লোখনন্ডওয়ালা কমপ্লেক্সের ১৪ তলা আবাসনে হঠাৎই লেগে যায় আগুন। কালো ধোঁয়া দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ফ্লোরেও। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে দমকলের পক্ষ থেকে একাধিক ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি এবং এক যুবক। ঘটনায় আহত শতাধিক। তারা চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পুরো ঘটনার তদন্ত চলছে।