• facebook
  • twitter
Friday, 10 January, 2025

দিল্লি এইমস-এ আগুন, ঘটনাস্থলে ৭টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি, ৪ জানুয়ারি:  সাত সকালে দিল্লির এইমস-এ অগ্নিকান্ড। ঘটনাস্থলে সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিযুক্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ এখানকার টিচিং ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। দিল্লির দমকল পরিষেবার ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এইমস-এর দ্বিতীয় তলে প্রিমিয়ার ইনস্টিটিউটের টিচিং ব্লকে

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি, ৪ জানুয়ারি:  সাত সকালে দিল্লির এইমস-এ অগ্নিকান্ড। ঘটনাস্থলে সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিযুক্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ এখানকার টিচিং ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

দিল্লির দমকল পরিষেবার ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এইমস-এর দ্বিতীয় তলে প্রিমিয়ার ইনস্টিটিউটের টিচিং ব্লকে এই আগুন দেখা যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত এর আগে গত বছর আগস্ট মাসে দিল্লি এইমস-এর এন্ডোস্কোপি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেবারও কেউ দগ্ধ বা আহত হননি। ফের এই ঘটনার পর এইমস-এর ডিরেক্টর সমস্ত বিভাগ ও স্টোর রুমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উপযুক্ত অগ্নি প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে যে সব সরঞ্জাম রাখার প্রয়োজন আছে, তা নিয়ম মেনে রাখার নির্দেশ দিয়েছেন।