সিবিআইয়ের সদর দফতর রয়েছে দিল্লির লােধি রােডে। সেখানে সিবিআইয়ের কার্যালয়ে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই অফিসের পার্কিং অফিসে ধোঁয়া বেরােতে থাকে। সঙ্গে সঙ্গে সিবিআই দফতরে পাঠানাে হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন তেমন ভয়াবহ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দ্রুত সম্ভব হয়। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা কাজ করেন।
আগুন লাগলে গুরুত্বপূর্ণ নথি কিংবা তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কারণ আনটি মূল অফিসে লাগেনি। আগুন লাগে মূল অফিসের বাইরে পার্কিং এরিয়ায়। সেখানে গুরুত্বপূর্ণ নথি থাকার সম্ভাবনা নেই।