• facebook
  • twitter
Monday, 28 April, 2025

বিজেপি মন্ত্রী কপিলের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ

দিল্লির যমুনা বিহার অঞ্চলের বাসিন্দা মহম্মদ ইলিয়াস। কপিল শর্মার বিরুদ্ধে প্রথমে দিল্লি পুলিশ অভিযোগ জানালেও কোনও সুরাহা পাননি বলে জানিয়েছেন ইলিয়াস।

ফাইল চিত্র

আপ থেকে বিজেপিতে যোগ দিয়েও ছাড় পেলেন না দিল্লির মন্ত্রী কপিল শর্মা। বহু বছর পরে দিল্লিতে সরকার গড়েছে বিজেপি। আপ ছেড়ে বিজেপির হাত ধরে মন্ত্রী হয়েছেন কপিল শর্মা। বিজেপির সেই মন্ত্রী কপিলের বিরুদ্ধে এবার দিল্লি হিংসা মামলায় এফআইআরের নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের।

কপিল শর্মার বিরুদ্ধে মামলা করেন দিল্লির যমুনা বিহার অঞ্চলের বাসিন্দা মহম্মদ ইলিয়াস। কপিল শর্মার বিরুদ্ধে প্রথমে দিল্লি পুলিশ অভিযোগ জানালেও কোনও সুরাহা পাননি বলে জানিয়েছেন ইলিয়াস। এমনকি দিল্লি পুলিশ সরাসরি ইলিয়াসকে জানিয়ে দেয় উত্তরপূর্ব দিল্লির হিংসার ঘটনার সঙ্গে কপিলের কোনও যোগাযোগ নেই। এরপর দিল্লি হাইকোর্টে মামলা করেন ইলিয়াস। সেই মামলাতেই কপিলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল আদালত।

এই মামলা মঙ্গলবার অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়ার এজলাসে উঠলে বিচারপতির বক্তব্য, অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে, যার ভিত্তিতে তদন্ত হতে পারে। বিচারপতি মন্তব্য করেন, এটা পরিষ্কার যে হিংসাত্মক ঘটনার সময় অভিযুক্ত ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরবর্তী তদন্ত প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। দিল্লি পুলিশকে এই মামলায় এফআইআর গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের নির্দেশও দেন বিচারপতি। বলাবাহুল্য এই নির্দেশে অস্বস্তি বাড়ল বিজেপির।