দিল্লি, ১৯ জানুয়ারি – সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠল রাহুল গান্ধির পদযাত্রার আয়োজকদের বিরুদ্ধে। অসমে রাহুল গান্ধির এই ভারত জোড়ো যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অসমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার আয়োজক কে বি বাইজুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাহুলের পদযাত্রার আয়োজকরা সরকারের নির্দেশ মতো নির্দিষ্ট পথে না গিয়ে অন্য পথ নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জোড়হাট শহরের উপর দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাঁটেন রাহুল গান্ধি। তবে পুলিশের মতে, এই পথে যাত্রার অনুমতি দেয়নি অসম সরকার।
অসমের বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া বলেন, ‘যাত্রাপথে বাধা সৃষ্টি করতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। যে পথ নির্দিষ্ট করা হয়েছিল, তা অত্যন্ত সংকীর্ণ ছিল। তবে বহু সংখ্যক মানুষ আমাদের যাত্রায় অংশ নেন। ফলে কয়েক মিটার রাস্তা আমরা অতিরিক্ত হেঁটেছি। প্রথম দিন থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে সাফল্য আমরা পেয়েছি তা দেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভীত। ফলে এই পদযাত্রা বানচাল করতেই এফআইআর করা হয় ।