৫ শতাংশ জিএসটি নিয়ে যখন বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে তখন মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আটা, ময়দা, চাল, বেসন ইত্যাদি ১১টি পণ্য খুচরো তথা লুজ কিনলে তার উপর জিএসটি দিতে হবে না৷
উল্লেখ্য, সোমবার থেকে তা কার্যকর হয়েছে ৫ শতাংশ জিএসটি আর এরমধ্যেই ভোল বদল৷ কোন ১১টি জিনিস খুচরো বিক্রি করলে জিএসটি দিতে হবে না তা মঙ্গলবার টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
সেগুলি হল- ডাল, গম, রাই বা সরষে, ওটস, যব, চাল, আটা ও ময়দা, সুজি, বেসন, মুডি়, দই ও লস্যি৷
এদিন সীতারামন ১৪টি ধারাবাহিক টুইট করে বলেছেন, প্যাকেট করা খাদ্যশস্যের উপর জিএসটি ধার্য করা হবে কিনা তা কোনও এক ব্যক্তির মর্জির উপর নির্ভর করে না৷ এই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া হয়েছে৷
তাঁর কথায়, ‘সম্প্রতি জিএসটি কাউন্সিলের ৪৭ তম মিটিং হয়েছে৷ তাতেই স্থির হয়েছে ডাল, ময়দা ইত্যাদি প্যাকেট করে বিক্রি করা হলে তার উপর জিএসটি ধার্য করা হবে৷
কিন্ত্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, এমন নয় যে এই সব খাদ্যপণ্যের উপর এই প্রথম কর ধার্য করা হচ্ছে৷
অতীতে জিএসটি যখন চালু হয়নি তখনও রাজ্য সরকারগুলো কর আদায় করত৷ পাঞ্জাব এর থেকে ২ হাজার কোটি টাকার বেশি কর আদায় করেছে৷ উত্তরপ্রদেশ ৭০০ কোটি টাকা কর আদায় করেছে৷
সে সব কথা মাথায় রেখেই ব্র্যান্ডেড খাদ্যশস্যের উপর ৫ শতাংশ হারে জিএসটি আদায়ের সিদ্ধান্ত হয়৷ এক মাত্র যে ব্র্যান্ডগুলি রেজিস্টার্ড রয়েছে সেগুলির উপরেই জিএসটি ধার্য করা হবে বলে স্থির হয়েছিল৷