কলকাতা:- অবশেষে জর্ডন এলসের বিকল্প ফুটবলার দলে নিল টিম ম্যানেজমেন্ট। বড় ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের। এশীয় কোটার বিদেশি হিসাবে জর্ডনের জায়গায় দলে এলেন হিজাজি মাহের। সরকারিভাবে জর্ডনের জাতীয় দলের ফুটবলারের নাম ঘোষণা করল ইমামি ইস্ট বেঙ্গল। সূত্রের খবর, জর্ডন এলসে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমেছিলেন। তাঁর চোট দলের কাছে একটা ধাক্কার বিষয়। ডুরান্ড কাপ ফাইনােলে চোট পেয়ে পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন তিনি। কিন্তু এই প্লেয়ারের বিকল্প কে হবেন তা নিয়ে চর্চা চলছিল। কারণ ট্রান্সফার উইন্ডো আপাতত বন্ধ। ফলে ফ্রি ফুটবলার নিতে হবে, এমনকি তাঁকে এশিয়ার হতে হবে। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে জর্ডানের ডিফেন্ডার হিজাজির সঙ্গে চুক্তি করল ইমামি ইস্ট বেঙ্গল। ২৬ বছরের এই ডিফেন্ডার জর্ডানের জাতীয় দলে নিয়মিত খেলেন। জর্ডান প্রিমিয়ার লিগে আল হুসেন এসসি-র হয়ে খেলেছেন। পাশাপাশি লোনে ইরাক প্রিমিয়ার লিগের ক্লাবে জাখো এসসি-তেও খেলেছেন। শেষ মরসুমে ২৯ টি ম্যাচ খেলার পাশাপাশি ৫ গোলও রয়েছেন জর্ডানের জাতীয় দলের ফুটবলারের নামের পাশে। আইএসএল-এর প্ৰথম ম্যাচে খেলতে নেমে জামশেদপুরের বিপক্ষে জিততে পারেনি ইস্টবেঙ্গল। এমনতাবস্থায় এশিয়ান বিদেশি স্টপারের কোটায় হিজাজি মাহেরকে সই করাল। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে। তবে ফ্রি এজেন্ট হিসাবে মাহেরকে সই করানো হল। sজানা গিয়েছে, ২০১৬ সাল থেকে পেশাদার ফুটবলে নিজের যাত্রা শুরু করেন হিজাজি মাহের। শাবাব আল ওরডোন থেকে তিনি যোগ দেন আল আহিলকে। একবছর সেখানে থাকার পর তিনি ২০১৭ সালে ফের যোগ দেন শাবাব আল ওরডোনে। সেখানে তিনি পাঁচ বছর ছিলেন। ২০২২ সালে তিনি যোগ দেন আল হুসেন এসসিতে।