করোনা আতংক ফের মাথা ছাড়া দিতে শুরু করেছে। এরই মাঝে কেরলে ফের নতুন আতঙ্ক মাঙ্কি পক্স। নতুন বলাটা অবশ্য ভুল, কারণ এর আগে কোল্লামে এর প্রাদুর্ভাব ঘটে। এবার মাঙ্কি পক্সের হানা কান্নুরে। সোমবার ভারতে মাঙ্কি পক্সে আক্রান্ত দ্বিতীয় জনের হদিশ মিলল কেরালার কান্নুরে ।
জানা গিয়েছে, জুলাই মাসের ১৩ তারিখ দুবাই থেকে কর্নাটকের ম্যাঙ্গালোর বিমানবন্দরে এসে পৌঁছান ওই ব্যক্তি। এরপরই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর লালারস সংগ্রহ করে তা পাঠানো হয় পুণের এনআইভি-তে। সেখান থেকে তাঁর স্যাম্পেল পরীক্ষা করে মাঙ্কি পক্সের জীবাণু আছে বলে নিশ্চিতভাবে জানানো হয়।
‘দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি’র তরফ থেকে গত সপ্তাহেই একটি সুদক্ষ টিমকে পাঠানো হয়েছে কেরলে। কেরলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে মিলে তাঁরা সেখানকার নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর রাখবেন। কেরলে মাঙ্কি পক্সের প্রথম কেস ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছে সরকার।