• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

রমজান মাসে ফ্যাশন শো ঘিরে সমালোচনার ঝড় জম্মু-কাশ্মীরে

২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করার আশ্বাস ওমরের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রমজান মাস চলছে। এই সময় জম্মু-কাশ্মীরের গুলমার্গে আয়োজিত একটি ফ্যাশন শো-কে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল। রমজান মাসে ফ্যাশন শোয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সোমবার এই বিষয়টিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিরোধীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সরকার পক্ষ। ফ্যাশন শো-এর বিষয়টি উত্থাপন করে এটিকে ‘অশ্লীল’ উল্লেখ করেন বিরোধীরা। এটি রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন যে তিনি জনগণের ক্ষোভ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। 
 
৭ মার্চ ফ্যাশন শোয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গুলমার্গের স্কি রিসর্টে। ফ্যাশন শোয়ের ছবি অনলাইনে শেয়ার করা হয়। ভাইরাল হওয়া ছবিগুলিতে পুরুষ ও মহিলাদের রাম্পে হাঁটতে দেখা গেছে। সমালোচকদের যুক্তি, এই ধরণের অনুষ্ঠান রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে একটি রিপোর্ট চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি একটি পোস্টে শেয়ার করে লেখেন ‘এই আঘাত এবং রাগ সম্পূর্ণভাবে বুঝতে পারছি। আমি যে ছবিগুলি দেখেছি সেগুলিতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে, এবং তাও এই পবিত্র মাসে ‘ মুখ্যমন্ত্রী বলেন।
 
রমজান মাসে এই ধরনের ফ্যাশন শোয়ের আয়োজন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এক্স পোস্টে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছেন, ‘গুলমার্গে সাম্প্রতিক ফ্যাশন শো’তে অশ্লীল ছবি দেখা গিয়েছে। এটা গভীরভাবে উদ্বেগজনক। পবিত্র রমজান মাসে এমন অশ্লীল অনুষ্ঠান মোটেও কাম্য নয়। এটা অত্যন্ত দুঃখজনক যে বেসরকারি হোটেল মালিকদের এই অনুষ্ঠানের মাধ্যমে অশ্লীলতা প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে। এটা আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী।’ তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার নিজেদের দায়মুক্ত করতে পারে না। জবাবদিহি না করলে এই ধরনের আরও ঘটনা ঘটতে পারে, যা জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি ও সমাজের পক্ষে ক্ষতিকারক হবে।
শ্রীনগরের জামা মসজিদের ইমাম এবং বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান উমর ফারুক এটি “অপমানজনক” বলে অভিহিত করেছেন। উমর ফারুক পোস্টে বলেছেন যে, ‘পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না। এটি খুবই বিব্রতকর। এই ধরণের ভিডিও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে জবাবদিহি করতে হবে। ‘
 
তাঁর পোস্টের প্রতিক্রিয়ায় ওমর আবদুল্লা লেখেন, ‘ আমার অফিস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আমি ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছি। তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে।’