• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার মেয়ে এবং বােন

আটক করা মহিলাদের মধ্যে আবদুল্লার বােন সুরাইয়া আবদুল্লা, তাঁর মেয়ে সফিয়া আবদুল্লাহ খান রয়েছেন।

ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি (File Photo: Twitter/@ashoswai)

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার সরকারি সিদ্ধান্তে বিরুদ্ধে মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার মেয়ে এবং বােনসহ প্রচুর মহিলা বিক্ষোভকারীরা।

জানা গেছে, শ্রীনগরের লালাচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বহু মহিলা জড়াে হন। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখানাে শুরু করতেই পুলিশ তাদের উপর ঝাপিয়ে পড়ে এবং এক ডজনেরও বেশি মহিলাকে আটক করে।

আটক করা মহিলাদের মধ্যে আবদুল্লার বােন সুরাইয়া আবদুল্লা, তাঁর মেয়ে সফিয়া আবদুল্লাহ খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বসির আহমেদ খানের স্ত্রী হাওয়া বসির রয়েছেন। ওই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা সমাজকর্মী এবং শিক্ষাবিদও।

৫ আগস্ট আমাদের বাড়ির ভিতরে তালাবন্ধ করে রেখে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও কার্যকরী হয় না, সাংবাদিকদের উদ্দেশে বলেন, সুরাইয়া আবদুল্লা। এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সে রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তির সময় থেকে কঠোর জননিরাপত্তা আইনে উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাকে আটক করে সরকার, পাশাপাশি মেহবুবা মুফতি সহ রাজ্যের কয়েকশাে রাজনৈতিক নেতাকেও আগস্টের পর থেকে আটক বা গৃহবন্দি করে রাখা হয়েছে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করারও ঘােষণা করে কেন্দ্রীয় সরকার। শ্রীনগরে ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয় এবং জননিরাপত্তা আইন (পিএসএ)-এর আওতায় অভিযুক্ত করা হয় তাঁকে। এই জননিরাপত্তা আইন (পিএসএ) এমন একটি কঠোর আইন, যার অধীনে তিন থেকে ছয় মাস বিনা বিচারে কাউকে আটকে রাখা সম্ভব।