দিল্লি, ৪ মার্চ – ফের আন্দোলনের ঝাঁজ বাড়ালেন কৃষকরা। কৃষকদের তরফে আবার ‘দিল্লি চলো’ যাত্রার ডাক দেওয়া হল। গোটা দেশ জুড়ে সমস্ত রাজ্যের কৃষকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত কিসান মোর্চা। শুধু তা-ই নয়, আগামী ১০ মার্চ দেশব্যাপী ‘রেল রোকো’ কর্মসূচির কথা ঘোষণা করেছেন সংযুক্ত কিসান মোর্চার নেতা সরবন সিংহ পান্ধের। তাঁর কথায়, ‘‘যত দিন পর্যন্ত না আমাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।’’