অবশেষে অনশন ভাঙলেন পঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল। কেন্দ্রের তরফে মৌখিক আশ্বাস পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সহ আন্দোলনরত কৃষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর থেকে অনশনে বসেছিলেন তিনি। ১৩১ দিন পর রবিবার তিনি অনশন তুলে নিয়েছেন।
শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিংহ বিট্টু ডাল্লেওয়ালকে আমরণ অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি, আগামী ৪ মে কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাবও রেখেছেন তাঁরা। এরপরই অনশন ভেঙেছেন সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চা (কেএমএম)-র যৌথমঞ্চের বর্ষীয়ান নেতা ডাল্লেওয়াল।
রবিবার পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দে আয়োজিত ‘কিসান মহাপঞ্চায়েতে’ আমরণ অনশন ভাঙার কথা ঘোষণা করেছেন ডাল্লেওয়াল। তিনি জানিয়েছেন, কৃষকরা সকলেই তাঁকে আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। আন্দোলনের হাল ধরার জন্য সকলের কাছে ঋণ স্বীকার করেছেন ডাল্লেওয়াল। কৃষকদের দাবি মেনেই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে কেন্দ্রের তরফে আলোচনায় বসার আশ্বাস পেয়ে চিকিৎসা সহায়তা নেওয়া শুরু করেছিলেন ডাল্লেওয়াল। এবার কেন্দ্রীয় মন্ত্রীদের অনুরোধের পর অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রেল প্রতিমন্ত্রী বিট্টু এক্সে তাঁকে উদ্দেশ্য করে লেখেন, ‘আপনার স্বাস্থ্য এবং জীবন পঞ্জাবের জনগণের কাছে মূল্যবান। কারণ, কৃষক ও কৃষিশ্রমিকদের এই সংগ্রামে আপনার নেতৃত্ব সর্বদা প্রয়োজন হবে।’ এরপরই রবিবার কৃষক নেতা ডল্লেওয়াল অনশন ভেঙেছেন।