দিল্লি, ১৬ মে – লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে প্রশান্ত কিশোরের দাবি, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বাড়ছে। তবে তৃতীয়বারও কি ফের দেশের সিংহাসন দখল করবে মোদি সরকার? ‘অবকি বার ৪০০ পার’ বুলি কি সত্যি হতে চলেছে ? নাকি সব ভাবনা ওলটপালট করে দিয়ে নয়া ইনিংস শুরু করবে ইন্ডিয়া জোট ? নির্বাচনী আবহে এসব এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর চলতি লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন ৪০০ হবে না বলে দাবি করেন। তবে তাঁর দাবি, গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ২০০তেও নেমে আসবে না। ১৮ তম লোকসভা নির্বাচনে গেরুয়া দলের পতনের কোনও সম্ভাবনা নেই বলেও তাঁর ভবিষ্যদ্বাণী তাঁর।