করােনায় আক্রান্ত হয়ে যদি কোনও কর্মী মারা যান তবে তার বেতন বন্ধ হবে না। মাসে মাসে তার পরিবার বেতন পাবে, এমন ঘােষণা করা হয়েছে টাটা স্টিলের পক্ষ থেকে।
করােনা আবহে সংস্থার কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তা দিতে এ ধরনের ঘােষণা করা হয়েছে টাটা স্টিলের পক্ষ থেকে। এই একই ধরনের পদক্ষেপ কিছুদিন আগে নিয়েছিল বােরােসিল।
তারা জানিয়েছিল, করােনা আক্রান্ত হলে সংস্থার যে কর্মীরা মারা যাবেন তাদের পরিবার পরবর্তী দু’বছর বেতন পাবে। তবে টাটা স্টিল এবার সে পথে হাঁটল। তবে দু’বছরও নয় যতদিন না ওই কর্মীর বয়স ষাট বছর হয় ততদিন এই সুবিধা পাবে তার পরিবার।
টাটা স্টিলে কর্মীদের অবসরের বয়স ষাট বছর। যদিও টাটা বিয়ারিংয়ে এ ধরনের নিয়ম অনেক আগে থেকেই ছিল। কোনও কর্মী মারা গেলে তার পরিবারের লােকেরা যতদিন না ওই কর্মীর বয়স ষাট বছর হচ্ছে ততদিন পর্যন্ত বেতন পেতেন।