• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

অবৈধ অনুপ্রবেশ, হরিয়ানা থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হরিয়ানা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা সকলেই একই পরিবারের সদস্য। অবৈধভাবে ভারতে বসবাস করছিল তারা।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হরিয়ানা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা সকলেই একই পরিবারের সদস্য। অবৈধভাবে ভারতে বসবাস করছিল তারা। সিএম ফ্লাইং স্কোয়াড তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ইমতিয়াজ (৩৪), তার স্ত্রী দুলেলি (৩০ বছর) এবং তিন নাবালক সন্তান – দুলাল (১৪ বছর), বিলাল (১২ বছর) এবং রানা (৯ বছর)।

ধৃত বাংলাদেশি নাগরিকরা ইটভাটায় কাজ করত। তবে পুলিশি অভিযানের পর তাদের কাজ চলে যায়। রেওয়ারিতে বাংলাদেশিদের ধরা পড়ার পর তারা সবাই সেখান থেকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন। কারও কাছেই বৈধ পাসপোর্ট ভিসা ছিল না।

শনিবার সন্ধ্যা ৬টার নাগাদ নুহের গোয়েন্দা ইউনিটের তথ্যের ভিত্তিতে, রেওয়ারির মুখ্যমন্ত্রীর ফ্লাইং স্কোয়াডের ইনচার্জ ইন্সপেক্টর রাজেশ কুমার, নাগিনার বরকলি চক থেকে তাদের আটক করেন। নুহের দিকে অটোতে করে আসা ওই পাঁচ সদস্যের বাংলাদেশি পরিবারকে নাগিনার পুলিশ স্টেশন এলাকার ভাদাস গ্রাম থেকে ধরা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। উপস্থিত ছিলেন গোয়েন্দা ইউনিট নুহের ইন্সপেক্টর সতেন্দ্র কুমার।

ধৃতরা জানিয়েছে, তারা হরিয়ানা থেকে দিল্লি যাচ্ছিল। দিল্লি পৌঁছানোর সেখান থেকে ট্রেনে পশ্চিমবঙ্গ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরিবারের প্রধান ইমতিয়াজের বয়স প্রায় ৩৫ বছর। ইমতিয়াজ জানিয়েছে, ১০-১২ বছর বয়সে ভারতে এসেছিল। পুলিশ তাদের আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে। তিনজন নাবালক শিশুকে ফরিদাবাদ শিশু সংস্কার হোমে পাঠানো হবে।

গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে অস্থিরতা চলছে। আগস্ট মাসের আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়। এরপর আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারপর থেকেই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে।