• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

রাজস্থানে বিষাক্ত গ্যাস লিক করে কারখানা মালিকের মৃত্যু

গুরুতর অসুস্থ ৬০ জন হাসপাতালে ভর্তি 

প্রতিনিধিত্বমূলক চিত্র

সোমবার ইদের রাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল রাজস্থানের একটি রাসায়নিকের কারখানায়। সেখানে নাইট্রোজেন গ্যাস লিক করে কারখানার মালিকের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ ৬০ জন। জানা গিয়েছে,  সোমবার রাতে গ্যাস ভর্তি ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন লিক করে দুর্ঘটনা ঘটে। 

সোমবার রাতে রাজস্থানের আজমেঢ়ের বিয়াওয়ার থানা এলাকার বালাড রোডে, অ্যাসিড তৈরির কারখানা লাগোয়া একটি গুদামের সামনে নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। রাত ১০টা নাগাদ আচমকাই ওই ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করতে শুরু করে। কারখানার মালিক সুনীল সিংঘল কয়েকজন কর্মীকে নিয়ে গ্যাস লিক বন্ধ করার প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করায় দ্রুত তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার লোকজনেরও শ্বাসকষ্ট শুরু হয়। চোখ জ্বালাও শুরু হয়ে যায়। এলাকার ৬০ জন বাসিন্দাকে বিয়াওয়ারের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময়েই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় কারখানার মালিক সুনীল সিংঘলেরও।তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আজমেঢ়ের একটি হাসপাতালে রাতেই ভর্তি করানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি ।জানা গিয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে কয়েকটি পোষ্যেরও।

দুর্ঘটনার খবর পেয়ে আজমেঢ়ের জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর সেখানে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরাও। রাত সাড়ে ১২টা নাগাদ গ্যাস লিক বন্ধ করা সম্ভব হয়। এখনও পর্যন্ত বহু অসুস্থ মানুষ হাসপাতালে চিকিতসাধীন।

 প্রশাসনের তরফে বিয়াওয়ার থানা এলাকার বালাড রোডের আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। বিষাক্ত নাইট্রোজেন গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। জেলাশাসক খাড়গাওয়াত অ্যাসিড তৈরির ওই কারখানাটি সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।