পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তির দিন রবিবার জম্মুর একটি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয় ৭ কেজি বিস্ফোরক। সেনাবাহিনীর তৎপরতায় বড় জঙ্গি হামলার হাত থেকে রেহাই পেয়েছে দেশবাসী।
সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাকে টার্গেট করছে একাধিক জঙ্গি গােষ্ঠী। এই জঙ্গি হামলাগুলি প্রতিহত করতে নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে।
প্রসঙ্গত, রবিবার লস্কর-ই-তইবার জঙ্গি সংগঠনের এক সক্রিয় সদস্য জাহুর আহমেদ রাঠেরকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সংশ্লিষ্ট এলাকায় বিজেপি কর্মীদের হত্যার ছক কষেছিল এই জঙ্গি।
সূত্রের খবর, সাম্বা জেলা থেকে তাকে গ্রেফতার করে অনন্তনাগ পুলিশ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরে নজরদারি আরও বাড়িয়েছে সুরক্ষা বাহিনী।
২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। রবিবার তাঁদের প্রতি শ্রদ্ধা অপর্ন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
পুলওয়ামার শহীদের স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তিনি বলেন, দু’বছর আগে আজকের দিনে পুলওয়ামা হামলার ঘটনা ঘটে। আমাদের সুরক্ষা বাহিনী নিয়ে গর্বিত। তাঁদের সাহসিকতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।