• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অক্সিজেন নিয়ে বিস্ফোরক দাবি দিল্লি হাইকোর্টে

দিল্লির রাজ্য সরকার চাইছে ১০৫ মেট্রিক টন অক্সিজেন অথচ কেন্দ্রীয় সরকার বলছে ওদের বরাদ্দকৃত ৮০ মেট্রিক টন অক্সিজেন। কোনটি সঠিক?

প্রতীকী ছবি (Photo: IANS)

গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট অক্সিজেন সংকট মেটাতে কলােবাজারিদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সােমবার এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টে অক্সিজেন উৎপাদনকারী সংস্থা আইনক্স বিস্ফোরক দাবি রাখল।

উৎপাদনকারী সংস্থার দাবি, তারা ৮০০ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানাের বরাত পেয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এবং দিল্লির রাজ্য সরকারের পরস্পর বিরােধী ভূমিকায় তারা দোটানায় রয়েছে।

এজন্য তাদের আধিকারিকদের এক সপ্তাহ শান্তিতে ঘুম পর্যন্ত হয়নি। দিল্লির রাজ্য সরকার চাইছে ১০৫ মেট্রিক টন অক্সিজেন অথচ কেন্দ্রীয় সরকার বলছে ওদের বরাদ্দকৃত ৮০ মেট্রিক টন অক্সিজেন। কোনটি সঠিক? বাকি অক্সিজেন উত্তরপ্রদেশের পাঠাতে বলা হচ্ছে।

সােমবার দিল্লি হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চে এই ধরনের সওয়াল জবাব অক্সিজেন উৎপাদনকারী সংস্থার এই ধরনের তথ্য পেশ সর্বভারতীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দিয়েছে। উল্লেখ্য, দিল্লিতে অক্সিজেনের অভাবে শয়ে শয়ে করােনা রােগী মারা গেছেন।