শুক্রবার দুদিনের ভারত সফরে দিল্লিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷শনিবার দুই দেশের প্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ এদিন যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যচম হল সেপা বা সুসংহত অর্থনৈতিক অংশিদারিত্ব চুক্তি৷এই নিয়ে দুই দেশই সহমত হয়৷ এদিন প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বারবার তুলে ধরেছেন৷