• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মানুষের মন বুঝতে ব্যর্থ এক্সিট পোল

শঙ্খ অধিকারী দেশের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে যে এক্সিট পোল প্রকাশিত হয়েছিল, তা বহুলাংশে ব্যর্থ হয়েছে৷  হয়তো ব্যাপক ভাবে ব্যর্থ বলা যাবে না , কারণ ট্রেন্ড অল্প হলেও মিলেছে৷  এ ঘটনাও স্বাভাবিক৷  সব সময় এক্সিট পোল মেলে না৷ কিন্ত্ত এ বারের ব্যাপার টা একটু অন্য রকম ছিল৷  এক দিকে বিকল্প শক্তির উত্থান আর অন্য দিকে

শঙ্খ অধিকারী
দেশের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে যে এক্সিট পোল প্রকাশিত হয়েছিল, তা বহুলাংশে ব্যর্থ হয়েছে৷  হয়তো ব্যাপক ভাবে ব্যর্থ বলা যাবে না , কারণ ট্রেন্ড অল্প হলেও মিলেছে৷  এ ঘটনাও স্বাভাবিক৷  সব সময় এক্সিট পোল মেলে না৷ কিন্ত্ত এ বারের ব্যাপার টা একটু অন্য রকম ছিল৷  এক দিকে বিকল্প শক্তির উত্থান আর অন্য দিকে চারশো পার করার হুঙ্কার৷ মানুষ কিন্ত্ত অন্ধ ভাবে কোনোটাকেই চায়নি৷ এনডিএ সরকার ক্ষমতায় এলেও এক্সিট পোল জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷ অর্থাৎ প্রতিষ্ঠানিক বড় বড় মিডিয়া হাউসগুলোর  নিরপেক্ষতার উপরেও প্রশ্ন চিহ্ন পড়ে যায়৷  পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যের মানুষের মন বুঝতে তারা ব্যর্থ হয়েছে৷
রাজনীতির মানুষেরা সব সময় নিজের নিজের দলের জিতে যাওয়ার ব্যাপারে কথা বলবে, সে কথা স্বাভাবিক কিন্ত্ত এক্সিট পোলের বিষয়টি একটু অন্য রকম৷ বিজ্ঞানসম্মত এক্সিট পোল করতে পারার জন্য যে পরিমান দূরদর্শিতা, নিষ্ঠা দরকার সে সবের ব্যাপারে অনেক কমতি ছিল তথাকথিত বড় বড় জাতীয় মিডিয়াগুলির৷ অথচ স্থানীয় ছোট ছোট মিডিয়া, বিশেষত সমান্তরাল সংবাদ পরিবেশক সংস্থা (যেমন কিছু নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল এই সব ) কিছুটা সঠিক ফলাফল আঁচ করতে পেরেছিলো৷  তাহলে প্রশ্ন হলো স্থানীয় মিডিয়া হাউস এর অনুমান ক্ষমতা বড়ো হাউসগুলির থেকে এগিয়ে আছে কি করে ? না কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা গল্প লুকিয়ে আছে ? এ প্রশ্নও অমূলক নয়, কেননা, ভোটের ফলাফল ঘোষণার আগেই এক্সিট পোল দেখেই শেয়ার মার্কেটে পুরো রেকর্ড বুল লক্ষ করা গেছে, আবার রেজাল্ট বেরোনোর দিন ট্রেন্ড বুঝতে পেরে ৫ তারিখে শেয়ার মার্কেটে আবার রেকর্ড ধ্বস লক্ষ করা গেছে৷ তাহলে কি পরিকল্পিত ভাবেই এই এক্সিট পোল প্রকাশ করা হয়েছে? এই প্রশ্ন অবশ্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাহুল গান্ধি ইতিমধ্যেই করতে শুরু করেছেন৷ তবে, শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে একটা প্রবণতা লক্ষ করা যায়, যদি এনডিএ সরকার গড়তে পারে তবেই তাদের লাভ হবে, অর্থাৎ বিনিয়োগকারীরা ইন্ডিয়া জোটকে তাদের সুবিধাজনক সরকার বলে মনে করছে না, এ দিকটিও জোটের নেতাদের ভাবার মতো একটি বিষয়৷  এক্সিট পোল সফল বা ব্যর্থ হতে পারে, ইতিহাসে সে বিষয়ে অনেক প্রমান রয়েছে কিন্ত্ত এ ভাবে মানুষের মন বুঝতে পারায় ব্যর্থ হলে সাধারণ মানুষের নির্দিষ্ট কিছু মিডিয়া হাউসের প্রতি বিশ্বাস যোগ্যতা বিনষ্ট হতে পারে৷ সে ক্ষেত্রে সাংবাদিকতার আঙিনায় ছোট ছোট মাটির কাছাকাছি প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে৷ সংবাদ পরিবেশক সংস্থাগুলোর এ বিষয়ে নজর দেওয়ার সময় এসেছে৷