মধ্যপ্রদেশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনা জওয়ান

প্রতীকী ছবি

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনা জওয়ান। মর্মান্তিক এই ঘটনাটি মধ্যপ্রদেশের মোরেনা জেলার। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। এদিন সকালে মোরেনার বিক্রমনগর শহরে এই ঘটনাটি ঘটি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবেন্দ্র সিং গুর্জর (৪৫) এবং তাঁর স্ত্রী মাধুরী গুর্জর (৪৩)। বাড়ি থেকেই দেবেন্দ্রর রক্তে ভেজা দেহ উদ্ধার হয়। অন্যদিক গোয়ালিয়রের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর স্ত্রীর। পুলিশের বক্তব্য, গৌরব (১৬) এবং সৌরভ (১৪) নামে তাঁদের দুই ছেলের সঙ্গে থাকতেন গুর্জর দম্পতি।

সেনাবাহিনী থেকে বছর পাঁচেক আগে অবসর নেন দেবেন্দ্র। তারপর এই বাড়িটি তৈরি করেন। মোরেনার ঢৌলপুর এলাকার একটি ওয়ার হাউসে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি। তদন্ত চলাকালীন পুলিশকে গৌরব ও সৌরভ জানায়, বন্দুকের নল দেখিয়ে তাদের ঘুম থেকে তুলে দেয়।


পুলিশের দাবি, দুই ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করেছিল দেবেন্দ্র। কোনওক্রমে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। গৌরব ও সৌরভ বাড়ি ফিরে দেখে, মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এরপর তারা গুলি চালানোর শব্দ শুনে ঘরের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে, বাবার দেহ পড়ে রয়েছে।

প্রতিবেশীদের সাহায্য মাকে হাসপাতালে নিয়ে যায় দুই ছেলে। সেখান থেকে ওই মহিলাকে গোয়ালিয়র জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এরই মধ্যে স্থানীয় থানার পুলিশ গোটা ঘটনার কথা জানতে পারে।

মোরেনার পুলিশ সুপার বিজয় ভাদোরিয়া বলেন, দেহদু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।