মুম্বই: অভিনয়ে ভাগ্য সেভাবে সহায় হয়নি ধর্মেন্দ-হেমা কন্যা এষা দেওল৷ তারপর অবশ্য বিয়ে করে সেটেল হওয়ার চেষ্টা করেন এষা৷ কিন্তু সেই ১২ বছরের সংসার ভেঙেছে সম্প্রতি৷ গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আইনি বিচ্ছেদের কথা জানিয়েছিলেন ভরত-এষা৷ এবার প্রশ্ন ওঠে এষা তাহলে কি করবেন? আবার অভিনয়ে চেষ্টা করবেন না কি অন্যকিছু? অবশ্য এই প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে৷ এবার এষা নাকি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন৷ এমনটাই জানিয়েছেন তার মা বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী৷
এক প্রতিবেদন অনুযায়ী, ৩ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেমা৷ তিনি সংবাদ মাধ্যমকে মেয়ের রাজনীতির প্রতি আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘হ্যা, এষার রাজনীতির প্রতি আগ্রহ আছে৷’
হেমা মালিনী জানান, একজন রাজনীতিবিদ হিসেবে কাজ করার জন্য তাকে ধর্মেন্দ্র সবসময় সমর্থন করেন৷ হেমার কথায়, পরিবার সব সময় আমার সঙ্গে থাকে৷ পরিবারের সমর্থনের কারণেই আমি এ কাজ করতে পারছি৷
অভিনেত্রীর দুই মেয়ে এষা এবং অহনাও কি রাজনীতিতে যোগ দিতে আগ্রহী– এমন প্রশ্নের জবাবে হেমা মালিনী বলেন, ওরা যদি চায় রাজনীতিতে আসতে পারে৷ তারপরই তিনি বলেন, এষা সামনের বছরগুলোতে রাজনীতিতে যোগ দিতে পারে৷ কারণ এষা রাজনীতিতে খুবই আগ্রহী৷ সে বিষয়টা পছন্দ করে৷