জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান, সরকার গঠনের পথে এনসি-কংগ্রেস জোট
জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান হল। রবিবার কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে রবিবার রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ওই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর রয়েছে।প্রায় ৬ বছর পর রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হল জম্মু-কাশ্মীর থেকে।