• facebook
  • twitter
Wednesday, 13 November, 2024

জম্মু-কাশ্মীরের সোপোরে এনকাউন্টার, খতম এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর শহরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর শহরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেম, দুই থেকে তিনজন জঙ্গি আটকে রয়েছে এলাকায়। তাদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।

শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে সোপোরের রামপোরা এলাকায় হানা দেয় নিরাপত্তা বাহিনী। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনী। দু’পক্ষের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়ে যায়। সেনার গুলিতে প্রাণ হারায় এক জঙ্গি। নিহত জঙ্গির পরিচয় জানা যায়নি।

এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য অনুসরণ করে, সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশের একটি সম্মিলিত বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছিল৷ তল্লাশি অভিযান শুরু হতেই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এনকাউন্টারে একজন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার সোপোরের সাগিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই বিদেশি জঙ্গির মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীরে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর জঙ্গিরা তাদের তৎপরতা বাড়িয়েছে। নিরাপত্তা বাহিনীও জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের ঝাঁজ বাড়িয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলির মতে, সীমান্তের ওপারের জঙ্গি হ্যান্ডলাররা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা দেখে রীতিমতো হতাশ। তাই তারা জঙ্গিদের সাধারণ নাগরিকদের টার্গেট করার নির্দেশ দিয়েছে।

গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার গাগাঙ্গির এলাকায় একটি বেসরকারি সংস্থার কর্মী ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। গত ২৪ অক্টোবর বারামুল্লা জেলার গুলমার্গের বোটপাথরি এলাকায় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গাগাঙ্গির ও গুলমার্গে দুটি হামলায় ৯ জন নিরীহ নাগরিক ও ৩ সেনার হত্যার ঘটনায় নড়েচড়ে বসে কেন্দ্র। চলতি মাসের গোড়ায় শ্রীনগরের সানডে মার্কেটেও গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই দুটি হামলার পরে বলেছিলেন, এই হামলার সঙ্গে জড়িতদের বিশাল মূল্য চোকাতে হবে। নাগরিকদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে।