ওয়ো রুম বুক করে গাঁজা বিক্রি, পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা

অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ওয়ো রুম বুক করে গাঁজা বিক্রির অভিযোগে পুলিশ এক প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে। ওয়ো হোটেল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই ওয়ো থেকে রুম বুক করত এবং গাঁজা বিক্রি করত। ধৃত প্রেমিক যুগলের মধ্যে ছেলেটি অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার এবং মেয়েটি মধ্য প্রদেশের। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্রের খবর, প্রেমিক যুগল ওয়ো থেকে রুম বুক করে সেখানেই থাকতেন। একটা ঘর ভাড়া করে গাঁজা বিক্রি চলত। এভাবেই অনেক দিন ধরে গাঁজার ব্যবসা করছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিলাসবহুল জীবনযাপনের জন্য তারা এই কাজ শুরু করেছিল। তারা দুজনেই বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে ওয়ো থেকে রুম বুক করত এবং সেখানেই থাকতো। সেই রুম থেকেই অন্য জায়গায় গাঁজা থেকে সরবরাহ করত।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেলোর জেলার কাভালার দেবেন্দ্র রাজু এবং মধ্যপ্রদেশের সঞ্জনা মাঞ্জার মধ্যে বন্ধুত্ব হয়, যা পরে প্রেমে পরিণত হয়। তারা দুজনেই একসঙ্গেই থাকত। তারা প্রচুর অর্থ উপার্জন করতে এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে চেয়েছিল। এর জন্য তারা গাঁজা বিক্রির পরিকল্পনা করে। তারা দুজনেই ঘন ঘন ওয়ো রুমে থাকতে শুরু করে। পুলিশ হায়দরাবাদের কোন্ডাপুরের ওয়ো রুম থেকে তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে।


পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, তারা একে অপরের সঙ্গে দেখা করার কয়েক দিনের মধ্যেই প্রেমে পড়ে যায়। অর্থ উপার্জনের জন্যই ওয়ো রুম ভাড়া করে গাঁজা বিক্রি শুরু করে। কোন্ডাপুরের একটি ওয়ো রুমে থাকার সময় তারা দু’জনেই বেশ কয়েকদিন ধরে গাঁজার ব্যবসা করছিল। শুক্রবার রাতে, এসটিএফ দল সেই হোটেলে অভিযান চালায়। পুলিশের চোখে ধুলো দিতেই ওই যুগল ওয়োতে থাকত।