• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দল থেকে বিতাড়িত হাতি ২ মাসে ১৬ জনকে পিষে মারল

এক মত্ত হাতি দল থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। দু'মাসের মধ্যে সেই মত্ত হাতি ঝাড়খন্ডে এক এক করে যােলােজনকে পিষে মারল।

প্রতীকী ছবি (File Photo: IANS)

এক মত্ত হাতি দল থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। দু’মাসের মধ্যে সেই মত্ত হাতি ঝাড়খন্ডে এক এক করে যােলােজনকে পিষে মারল। হাতিটির বয়স পনেরাে থেকে ষােলাে বছর, বন দফতর সূত্রে জানা গিয়েছে।  

সাঁওতাল পরগণায় বাইশজনের একটি হাতির দল রয়েছে। এই হাতিটির ব্যবহার খারাপ হওয়ার জন্য দল থেকে তাকে বিতাড়িত করা হয়। এ প্রসঙ্গে বন দফতরের আঞ্চলিক আধিকারিক সতীশচন্দ্র রাই সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, পুরুষ হাতিদের সঙ্গে হয় প্রতিযােগিতায় হেরে গিয়েছে, না হলে খারাপ ব্যবহারের জন্য হাতিটিকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই রাগের মাথায় এই কাণ্ড ঘটাচ্ছে। 

কুড়িজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে হাতিটিকে নজরে রাখার জন্য। এখন আমাদের প্রধান কাজ হল হাতিটিকে নজরে রাখা যাতে করে সে মানুষের ক্ষতি না করতে পারে। হাতিটি তার যাত্রা পথে মানুষদের মেরেছে। অনেক সময়ে কেউ তাকে বিরক্ত করেছে। তখন হাতিটি তাঁকে তেড়ে গিয়েছে মেরেছে। নিজে থেকে হাতিটি কাউকে মারেনি বা ভাঙচুর চালায়নি বলে জানতে পেরেছি। লক্ষ্য রাখছি হাতিটিকে শেষপর্যন্ত তার দলের সঙ্গে মেশায় কিনা।