দেশজুড়ে চলতে থাকা ব্যাপক কয়লা ঘাটতি মেটাতেই কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সিদ্ধান্তে দেখা গিয়েছে অন্য অসুবিধা।
আমদানি কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে তার খরচ বেড়ে যাচ্ছে অনেক বেশি! যা চিন্তা বাড়াচ্ছে আমজনতাকে।
সঙ্কট দেখা দিয়েছে। গত এক বছরে এই সঙ্কটের মাত্রা বেড়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিংয়ের কথায় উদ্বেগ বাড়াল দেশের মানুষকে।
তিনি বলেন, বিদ্যুতের চাহিদা যেমন বাড়চ্ছে, তেমন বাড়তে পারে বিদ্যুতের দাম। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আমদানিকৃত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হলে দাম ৬০-৮০ পয়সা বাড়তে পারে।
বিদ্যুতের দাম বাড়তে পারে, সেই আশঙ্কাতেই কয়লা আমদানিতে আপত্তি ছিল দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন সংস্থার।
কিন্তু দেশে যে পরিমাণ কয়লার ঘাটতি দেখা দিয়েছে, তাতে আমদানি ছাড়া অন্য উপায় নেই কেন্দ্রের কাছে। তবে আমদানির ফলে দাম বাড়ার সম্ভাবনার কথাও শুনিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী।
২০১৫ সালে শেষবার সঙ্কটের কারণে কয়লা উৎপাদন করেছিল কোল ইন্ডিয়া । কিন্তু তারপর থেকে আর প্রয়োজন পড়েনি।
বিগত এক বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাপক পরিমাণ বিদ্যুৎ সঙ্কট দেখা দিচ্ছে।
এপ্রিল মাসেই সেই সঙ্কট দিকে দিকে ছড়িয়েছিল। তবে এই চিত্র যাতে দেশজুড়ে ব্যাপক আকার ধারণ না করে তাই আগেভাগেই জ্বালানি সঙ্কট মেটাতে চাইছে কেন্দ্র।