• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

তিন ‘গোলাপি’ কেন্দ্র নিয়ে ভোট উৎসবে মাতোয়ারা লাহোল-স্পিতি

মান্ডি, ১ জুন– লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে৷ গণতন্ত্রের উৎসবে সামিল দেশ৷ সেই উৎসবের রেশ ছুঁয়েছে বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র হিমাচলপ্রদেশের লাহোল-স্পিতি জেলার গ্রাম তাশিগাঁওকেও৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন৷ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত এই বরফঢাকা গ্রাম৷ স্পিতি উপত্যকার অংশ এই গ্রাম মান্ডি লোকসভা

মান্ডি, ১ জুন– লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে৷ গণতন্ত্রের উৎসবে সামিল দেশ৷ সেই উৎসবের রেশ ছুঁয়েছে বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র হিমাচলপ্রদেশের লাহোল-স্পিতি জেলার গ্রাম তাশিগাঁওকেও৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন৷ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত এই বরফঢাকা গ্রাম৷ স্পিতি উপত্যকার অংশ এই গ্রাম মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ এখান থেকেই বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে৷
এই কেন্দ্রটি এবার গোটা দেশের কাছে বেশ আকর্ষণীয়৷ কারণ ভোট নয় শনিবার এখানে উৎযাপন হচ্ছে উৎসবের৷ দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রের অন্যতম আকর্ষণ এই পোলিং বুথ৷ ভোটারদের জন্য থাকছে স্পেশাল লাঞ্চের ব্যবস্থা৷ গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছিলেন ভোটকেন্দ্রটিকে সাজাতে৷ মহা আনন্দে ভোটকেন্দ্র মুখী হয়েছেন গ্রামের ৬২ জন সদস্য৷
উল্লেখ্য, এখানে প্রথমবার ভোটপর্ব হয় ২০২১ সালে৷ তারপর থেকে প্রতিবারই এই ভোটকেন্দ্রে ভোট পডে়ছে একশো শতাংশ৷ এবারও ৩৭ জন পুরুষ ও ২৫ জন মহিলা ভোটারের সকলেই জনমত দেন, নিশ্চিত ওয়াকিবহাল মহল৷ ভোটারসংখ্যা যতই কম হোক, যেহেতু চিন সীমান্তের খুব কাছে অবস্থিত এই গ্রাম তাই সতর্কতা রয়েছে পুরোদমে৷ ‘স্পর্শকাতর এলাকা’ বলে চিহ্নিত করা এই ভোটকেন্দ্রে ১৬৮ জন পুলিশ ও আধাসেনা কর্মী মোতায়েন রয়েছেন এখানে৷ সব মিলিয়ে এই এলাকায় রয়েছে ২৯টি ভোটকেন্দ্র৷ যার মধ্যে তিনটি আবার ‘গোলাপি’৷ অর্থাৎ সম্পূর্ণ মহিলা কর্মী-অফিসারদের দ্বারা চালিত৷ দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে৷
শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে৷ দুদিন পরে ৪ তারিখ গণনা৷ সেদিনই জানা যাবে প্রার্থীদের ভাগ্য৷ আপাতত ভোটের শেষ দফায় কী চলছে সেদিকেই নজর দেশবাসীর৷ সেই তালিকায় তাশিগাঁও-ও রয়েছে৷ হাজার হোক, পৃথিবীর উচ্চতম ভোটকেন্দ্র বলে কথা৷