• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ফের নির্বাচনের নির্ঘণ্ট, ফেব্রুয়ারিতেই বাংলা সহ ১৫ রাজ্যে নির্বাচন

দিল্লি: ফের নির্বাচনের ঘণ্টা৷ চলতি বছরই লোকসভা নির্বাচন৷ কিন্তু তার আগেই দেশ জুড়ে রাজ্যসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন৷ সোমবার কমিশনের তরফে জানান হল রাজ্যসভার ৫৬ জন সাংসদের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাস অর্থাৎ ফেব্রুারিতেই৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, মেয়াদ পূর্ণ হচ্ছে দেশের ৫৬ বিধয়াকের৷ সংসদের উচ্চকক্ষের এই সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলেই৷ সেই

দিল্লি: ফের নির্বাচনের ঘণ্টা৷ চলতি বছরই লোকসভা নির্বাচন৷ কিন্তু তার আগেই দেশ জুড়ে রাজ্যসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন৷ সোমবার কমিশনের তরফে জানান হল রাজ্যসভার ৫৬ জন সাংসদের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাস অর্থাৎ ফেব্রুারিতেই৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, মেয়াদ পূর্ণ হচ্ছে দেশের ৫৬ বিধয়াকের৷ সংসদের উচ্চকক্ষের এই সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলেই৷ সেই শূন্যস্থান পূরণের জন্যই এই নির্বাচন৷ তাই আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন হবে বলে দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ বাংলার পাঁচটি আসন-সহ দেশের ১৫টি রাজ্যের ৫৬টি আসনে হবে ভোটগ্রহণ৷ কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি৷ যে ৫৬ জনের নির্বাচন হবে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ৫ সদস্য৷ তাঁরা হলেন, অভিষেক মনু সিংভি, শান্তনু সেন, নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস৷
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রয়ারি রাজ্যসভার নির্বাচন হবে৷ সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে৷ নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যসভার নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি৷
প্রসঙ্গত, রাজ্যসভার যে ১৫ রাজ্যের ৫৬ সদস্যের মেয়াদ পূর্ণ হচ্ছে, তার মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ (৫), বিহার (৬), ওডি়শা (৩), ছত্তিশগঢ় (১), উত্তর প্রদেশ (১০), মধ্য প্রদেশ (৫), মহারাষ্ট্র (৬), অন্ধ্র প্রদেশ (৩), তেলঙ্গনা (৩), গুজরাত (৪), রাজস্থান (৩), হরিয়ানা (১), কর্নাটক (৪), উত্তরাখণ্ড (১) এবং হিমাচল প্রদেশ (১)৷ এই ১৫ রাজ্যের যে ৫৬ আসনের নির্বাচন হবে, তাঁদের মধ্যে ১৩ রাজ্যের ৫০ জনের মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২ এপ্রিল৷ আর বাকি ২ রাজ্যের ৬ সদস্যের মেয়াদ পূর্ণ হবে আগামী ৩ এপ্রিল৷ তাই একসঙ্গে ৫৬ আসনের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷
এ তো গেল নির্বাচনের সময় সারণী৷ এবার আসা যাক রাজনীতির অঙ্কে৷ পরিষদীয় অঙ্কের হিসাবে এ বার চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে৷ রাজ্যসভার ভোট হয় রাজ্যের (এবং দিল্লি, পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলের) বিধায়ক সংখ্যার আনুপাতিক হারে৷ বিধায়করা তাঁদের পছন্দের ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচন করেন৷