• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

লোকসভার আগে সর্বাধিক ৪৬৫০ কোটি বাজেয়াপ্তের ইতিহাস কমিশনের

দিল্লি, ১৫ এপ্রিল– ১ মার্চ থেকে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪৬৫০ কোটি টাকা৷ প্রতিদিনে হিসেব ধরলে গড়ে ১০০ কোটি৷ এই হিবেস হল নির্বাচন কমিশন দ্বারা বাজেয়াপ্ত অর্থের পরিমাণ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, সবচেয়ে বেশি অর্থ বাজেয়াপ্ত হয়েছে রাজস্থান থেকে৷ ৭৭৮ কোটি টাকা উদ্ধার হয়েছে সেরাজ্যে৷ পশ্চিমবঙ্গে উদ্ধার হয়েছে মোট ২১৯ কোটি৷ সোমবার বিবৃতি প্রকাশ

দিল্লি, ১৫ এপ্রিল– ১ মার্চ থেকে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪৬৫০ কোটি টাকা৷ প্রতিদিনে হিসেব ধরলে গড়ে ১০০ কোটি৷ এই হিবেস হল নির্বাচন কমিশন দ্বারা বাজেয়াপ্ত অর্থের পরিমাণ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, সবচেয়ে বেশি অর্থ বাজেয়াপ্ত হয়েছে রাজস্থান থেকে৷ ৭৭৮ কোটি টাকা উদ্ধার হয়েছে সেরাজ্যে৷ পশ্চিমবঙ্গে উদ্ধার হয়েছে মোট ২১৯ কোটি৷ সোমবার বিবৃতি প্রকাশ করে বিশাল অঙ্কের অর্থ বাজেয়াপ্ত করার কথা জানায় কমিশন৷
লোকসভা নির্বাচনের ইতিহাসে ভোটগ্রহণের আগে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন৷ তবে বাজেয়াপ্ত করা অর্থের সঙ্গে রয়েছে বিশাল পরিমাণ মদও৷ এই বিশাল অঙ্কের মধ্যে ৪৫ শতাংশই মাদক বা নেশার দ্রব্য, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিবৃতিতে৷ মোট ২০৬৮.৮ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে৷
১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই কমিশন জানিয়েছিল, এবারের ভোটগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করবে কমিশন৷ কারণ আর্থিক প্রতিপত্তি থাকা দল বা প্রার্থী নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের প্রভাবিত করছেন, এই অভিযোগ ওঠে একাধিকবার৷ একাধিক সংস্থার সহযোগিতা এবং আমজনতার সাহায্যেই বিশাল অঙ্কের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বাজেয়াপ্ত হয়েছিল ৩৪৭৫ কোটি টাকা৷ পাঁচ বছর পরে সেই অঙ্কটা বেড়ে দাড়িয়েছে ৪৬৫০ কোটি৷
উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন৷ মোট সাত দফায় ভোট হবে দেশজুড়ে৷ ৪ জুন নির্বাচনের ফলপ্রকাশ৷