তামিলনাড়ু, ১৫ এপ্রিল – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াড। সোমবার কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে আসেন রাহুল গান্ধি। সেখানেই এই তল্লাশি অভিযান চালানো হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নির্বাচনে যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হেভিওয়েট হলেও প্রত্যেকের নির্বাচনী খরচসাপেক্ষে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয় নজরে রাখবে নির্বাচন কমিশন। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড।
আগামী ২৬ এপ্রিল কেরলের ২০টি আসনে নির্বাচন হবে। নিজের সংসদীয় এলাকা ওয়েনাড় থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন রাহুল গান্ধি। সোমবার ওয়েনাড়ে আসেন রাহুল গান্ধি। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া করেন রাহুল। এদিন তামিলনাড়ুর নীলগিরিতে ভাড়া করা সেই চপারেই তল্লাশি চালায় কমিশনের ফ্লায়িং স্কোয়াডের আধিকারিকরা।
রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সেই তল্লাশি নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তার কয়েক ঘন্টার মধ্যেই সোমবারের ঘটনায় বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, ভোটের আগে তাদের চাপে রাখতে এই পদক্ষেপ করা হয়েছে।
তল্লাশিতে খোঁজ নেওয়া হচ্ছে কোনও নেতার যানবাহনে অর্থ থাকছে কি না। এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধিকে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনও তল্লাশি কেন হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। শুধু রাহুলই নন, সোমবার ফ্লাইং স্কোয়াডের নজর ছিল অভিষেকের কপ্টারেও। ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেকের কপ্টার পরিদর্শনে যান ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।
ওয়ানাড়ে রাহুলের কপ্টার ল্যান্ড করা মাত্রই পৌঁছে যান নির্বাচন কমিশনের আধিকারিকেরা। হেলিকপ্টারের সমস্ত কাগজপত্র থেকে জরুরি নথি খতিয়ে দেখেন তাঁরা। যদিও শুধু রাহুল নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারেও তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন।