• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত আট মাওবাদী

জঙ্গলে বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে মাওবাদীদের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ৮ মাওবাদী। শনিবার ছত্তিশগড়ের বিজাপুরের গাঙ্গালুর থানা এলাকায় একটি জঙ্গলে বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে মাওবাদীদের। মাওবাদীদের দলটিকে চারপাশ থেকে ঘিরে ধরে বাহিনী। তার পরই শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর মারা যান সংঘর্ষে জড়িত থাকা মাওবাদী দলের ৮ সদস্য।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে পুলিশ এবং সিআরপিএফের একটি যৌথবাহিনী গাঙ্গালুর থানা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়েছিল। সেই সময় তাদের কাছে খবর আসে থানা এলাকার কিছুটা দূরে জঙ্গলে মাওবাদীদের একটি দল আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়ামাত্রই সেখানে হাজির হয় বাহিনী।

গত মাসেই ওড়িশা-ছত্তিশগড় সীমানায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হন ২০ মাওবাদী। তাঁদের মধ্যে এক জনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। সেই সংঘর্ষে নিহত হন জয়রাম ওরফে চলপতি। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স করে জানান, ‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল।’