• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের ইডির ডাক মহুয়াকে

দিল্লি, ৫ মার্চ– মঙ্গলবার সকালেই দিল্লি হাইকোর্টে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় বড় ধাক্কা খেয়েছেন মহুয়া মৈত্র৷ তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ইডির সমনের মুখোমুখি বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী ১১ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে জানা গিয়েছে৷ ইডি সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই এই তলব৷

দিল্লি, ৫ মার্চ– মঙ্গলবার সকালেই দিল্লি হাইকোর্টে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় বড় ধাক্কা খেয়েছেন মহুয়া মৈত্র৷ তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ইডির সমনের মুখোমুখি বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী ১১ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে জানা গিয়েছে৷
ইডি সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই এই তলব৷ টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ চলাকালরনই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে৷ সেই অভিযোগের তদন্তভার পেয়েছে ইডি৷ বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে আগেও তৃণমূল নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ সেই মামলাতেই ফের এই তলব বলে খবর৷ উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দপ্তরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল মহুয়াকে৷ তখন তিনি হাজিরা দেননি৷ তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন৷ এবার ১১ মার্চ নেত্রীকে দেখা করতে বলল ইডি৷

প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রি৷ নিয়মভঙ্গের ওই অভিযোগেই সংসদ থেকে বিতাডি়ত হন মহুয়া৷ নিশিকান্ত ও অনন্তের ওই দাবির বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন নেত্রী৷ সোমবার ওই মামলাতেও আদালতে বড় ধাক্কা খেয়েছেন তিনি৷ মহুয়ার আবেদন খারিজ হয়ে গিয়েছে হাই কোর্টে৷