কেজরিকে ইনসু্যলিন না দেওয়ার অভিযোগ আপের
দিল্লি, ১৯ এপ্রিল– এ যেন আ-এর খেলা৷ আমজনতা৷ আম আদমি৷ সঙ্গে আম৷ যদিও যাকে কেন্দ্র করে এই আ-কেন্দ্রে সেই আম আদমি পার্টির অবিংসবাদী নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীর নামটির শুরু অ দিয়ে৷ গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে বসেই খবরের শিরোনামে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ কখনও তাকে সুযোগ-সুবিধা না দেওয়া অভিযোগ তো কখনও ডায়াবেটিস আক্রান্ত কেজরিওয়ালকে ইনসু্যলিন না দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে আম আদমি পার্টি তরফে৷ আবার অপর দিকে আপের অভিযোগ নস্যাৎ করে কোর্টে দাঁড়িয়ে ইডির অভিযোগ জেলে বসেই কেজরিওয়াল মাত্রাতিরিক্ত আম খাচ্ছেন৷ বাদ নেই চায়ে চিনিও৷ তাহলে তার ডায়বেটিস তথ্য কিভাবে মেনে নেওয়া যায়৷
কেজরির রক্তে শর্করার পরিমাণ (ব্লাড সুগার লেভেল) নিয়মিত পরীক্ষা করে দেখা হোক— এমন আর্জি নিয়ে দিল্লির একটি নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান কেজরিওয়াল৷ সঙ্গে এই আর্জিও জানিয়েছিলেন যে, তাঁকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সুযোগ দেওয়া হোক৷ বৃহস্পতিবার সেই মামলারই শুনানি চলছিল আদালতে৷ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে ইডির আইনজীবী দাবি করেন, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে দেদার মিষ্টি খাচ্ছেন৷ তিনি চাইছেন সুগার লেভেল বাডি়য়ে জামিন আদায় করতে৷ আদালতে ইডির আর্জি, কেজরিওয়ালের ডায়েট চার্ট খতিয়ে দেখা হোক৷ আম আদমি পার্টির অবিংসবাদী নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আপাতত তিহাড় জেলে বন্দি৷ বৃহস্পতিবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)৷ এবং ইডির দাবি, কেজরিওয়াল নাকি ‘ইচ্ছাকৃত’ ভাবে বেশি করে আম খাচ্ছেন! তিহাডে় বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অতিরিক্ত চিনি দিয়ে চা-ও খাচ্ছেন৷ সঙ্গে মিষ্টিও৷
শুনানি পর্ব চলার সময়ে ইডির বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন হঠাৎই উঠে দাঁডি়য়ে আম তত্ত্ব পেশ করেন৷ যদিও কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন ইডির দাবি খারিজ করে দিয়ে পাল্টা দাবি করেছেন যে, কেবল সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই সমস্ত মন্তব্য করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ তবে বৃহস্পতিবার কেজরীওয়াল তাঁর আবেদনটি প্রত্যাহার করে নেন৷ জানান, পরে আবার এই নিয়ে নতুন করে আবেদন জানাবেন তিনি৷
দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত জেল কর্তৃপক্ষের কাছে কেজরিওয়ালের খাবারদাবার সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে৷ শুক্রবারই এই রিপোর্ট খতিয়ে দেখতে চায় আদালত৷ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর কেজরিওয়াল বর্তমানে জেল হেফাজতে রয়েছেন৷ নিম্ন আদালত তাঁর জেল হেফাজতের মেয়াদ ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে৷
অন্যদিকে, কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অভিযোগ, তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনসু্যলিন দেওয়া হচ্ছে না৷ এই অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয়ে উঠেছেন দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনা৷ তিনি রিপোর্ট তলব করেছেন৷ খতিয়ে দেখতে চান আপের অভিযোগ কতটা সত্যি৷ আপ অবশ্য উপরাজ্যপালের নির্দেশে রাজনীতির গন্ধ পাচ্ছে৷
বৃহস্পতিবার ইডি কেজরিওয়ালের যে ডায়েট চার্ট আদালতে পেশ করে সেটি কাদের তৈরি তা নিয়েও বিবাদ বেধেছে৷ ইডির দাবি তিহাডে়র চিকিৎসক এই ডায়েট চার্ট তৈরি করেছেন৷ অন্যদিকে, কেজরিওয়ালের আইনজীবী পৃথক একটি চার্ট পেশ করে জানিয়েছেন, সেটাও তিহাডে়র চিকিৎসকের তৈরি৷ ইডির বক্তব্য, কেজরিওয়াল টাইপ-টু ডায়াবেটিক পেশেন্ট৷ তাঁর গাদা গাদা মিষ্টি খাওয়ার কথাই নয়৷ অথচ তিনি প্রতিদিন আম, কলা এবং ছানার তৈরি বেশ কিছু মিষ্টি খাচ্ছেন৷ তাঁর বাডি় থেকে খাবার পাঠানো হচ্ছে৷ ইডির দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীকে বাডি়র খাবার দেওয়া বন্ধ করা হোক৷ এদিকে, তিহাড় জেল প্রশাসন ইডি এবং আপ, দুই শিবিরের অভিযোগই অস্বীকার করেছে৷ তারা বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে সকালের চায়ের পর সারা দিনে তিনবার ভারী খাবার দেওয়া হয়৷ আদালতের নির্দেশে বাডি়র খাবার দেওয়া হচ্ছে৷ প্রতিদিন দু’বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা৷ তারপরও আপের মন্ত্রী আতিশীর অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীকে অসুস্থ করে মৃতু্যর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তবে আশ্চর্যের হল, দুই শিবিরের বিতণ্ডায় কখনও কেজরিওয়ালের সুপার রিপোর্ট সামনে আনেনি কোনও পক্ষ৷