• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে কে কবিতাকে সমন ইডি-র

নিউ দিল্লি, ১৬ জানুয়ারি: দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালের পর এবার বিআরএস নেত্রী কে. কবিতাকে সমন পাঠাল ইডি। এই দুর্নীতির সঙ্গে যোগসূত্র থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জানতে চায়, দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে. কবিতার কী ভূমিকা ছিল। এর আগে গত বছরের ডিসেম্বরে এই একই বিষয়ে

নিউ দিল্লি, ১৬ জানুয়ারি: দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালের পর এবার বিআরএস নেত্রী কে. কবিতাকে সমন পাঠাল ইডি। এই দুর্নীতির সঙ্গে যোগসূত্র থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জানতে চায়, দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে. কবিতার কী ভূমিকা ছিল।

এর আগে গত বছরের ডিসেম্বরে এই একই বিষয়ে তদন্তে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। শুধু তাই নয়, গত বছর মার্চ মাসে কে. কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।

প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডে চতুর্থ বার সমন পাঠায় ইডি। আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৮ জানুয়ারি ইডি-র দিল্লির সদর দপ্তরে তলব করা হয়েছে। যদিও এর আগে তিনি তিন বার ইডি-র জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেছেন।