আর্থিক কেলেঙ্কারি মামলায় প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে তলব ইডির

বিপাকে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। আর্থিক কেলেঙ্কারি মামলায় তারকা এই ক্রিকেটারককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে অনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে, ইডি সূত্রে এমন খবর মিলেছে। সূত্রের খবর, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রায় ২০ কোটি তহবিল আত্মসাৎ করা হয়েছে।

আজ, বৃহস্পতিবারই ইডির সামনে হাজিরা দিতে হবে মহম্মদ আজহারউদ্দিনকে। আজহারউদ্দিন ২০১৯ সালের সেপ্টেম্বরে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালের জুনে তাঁকে তাঁর পদ ছাড়তে হয়েছিল। বিপুল টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে ইডি। 

ইডি তেলঙ্গানার ৯টি জায়গায় অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে।


 ২০০৯ সালে প্রথম কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন আজহারউদ্দিন। লোকসভা ভোটে উত্তর প্রদেশের মোরাদাবাদের সাংসদ নির্বাচিত হন তিনি। রাজস্থান থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনে হেরে যান। ২০১৮ সালে তিনি তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হন।

ভারতীয় ক্রিকেট টিমের সেরা অধিনায়কদের মধ্যে মহম্মদ আজহারউদ্দিন একজন। ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে তাঁর নাম জড়িয়ে পড়ে। এর ফলে কার্যত তাঁর কেরিয়ার শেষ হয়ে যায়। ভারতের হয়ে ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আজহার ৯৯ টেস্ট ম্যাচে ৪৫.০৩ গড়ে ৬২১৫ রান করেছেন। তাঁর কেরিয়ারে ২২টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে। 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ আজহারউদ্দিন ৯৩৭৮ রান করেছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি এবং ৫৮টি হাফ সেঞ্চুরি রয়েছে।