• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

তামিলনাড়ুর বিধায়কের ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

তামিলনাড়ু সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বৈথিলিঙ্গম এবং আরও কয়েকজনের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি

তামিলনাড়ু সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বৈথিলিঙ্গম এবং আরও কয়েকজনের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আর বৈথিলিঙ্গম এআইএডিএমকে সরকারের সময়ে মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিধায়ক পদে রয়েছেন।

তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। ইডির তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে একটি রুচিরাপল্লিতে অবস্থিত এবং অন্যটি মুথাম্মাল এস্টেটস প্রাইভেট লিমিটেডের। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভামের ঘনিষ্ঠ সহযোগী বৈথিলিঙ্গম তামিলনাড়ু বিধানসভার ওরাতানাডু আসনের প্রতিনিধিত্ব করেন।

তামিলনাড়ু ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করপশন ডিরেক্টরেট কর্তৃক দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করে ইডি মানি লন্ডারিং মামলাটি দায়ের করেছে। এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, বৈথিলিঙ্গম তাঁর মেয়াদকালে একটি রিয়েল এস্টেট প্রকল্পে ঘুষ নিয়েছিলেন। এই প্রকল্পের অনুমতি দেওয়ার বিনিময়ে তিনি শ্রীরাম প্রপার্টিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২৭.৯০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।