দিল্লি, ৩ ফেব্রুয়ারি– ইডির দ্বারা বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সময়-সীমা বেধে দিল হাইকোর্ট৷ তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবে ইডি বলেও জানিয়েছে আদালত৷
মহেন্দর কুমার খান্দেলওয়াল বনাম ইডি মামলায় সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা জানিয়ে দিয়েছেন, যদি আর্থিক তছরূপ দমন আইনের আওতায় কোনও তদন্ত ৩৬৫ দিনের বেশি হয়ে যায় এবং তারপরও যদি কোনও ‘প্রসিকিউশন কমপ্লেইন্ট’ না আসে, সেক্ষেত্রে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দিয়ে দিতে হবে৷
প্রসঙ্গত, একটি তদন্তে মহেন্দর কুমার খান্দেলওয়ালের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি৷ অতীতে আদালত ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর বাডি়তে তল্লাশি অভিযানের সময় বাজেয়াপ্ত করা সামগ্রী রেখে দেওয়ার জন্য ইডির পক্ষে নির্দেশ দিয়েছিল৷ এবার খান্ডেলওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ তাঁর আবেদন, বিষয়টি নিয়ে ৩৬৫ দিনের মধ্যে ‘প্রসিকিউশন কমপ্লেইন্ট’ না হওয়ার কারণে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি আগের নির্দেশের এক বছর পেরিয়ে গিয়েছে৷ এমন অবস্থায় পূর্বের কার্যকর নির্দেশ পুনর্বিবেচনা করা হোক, আর্জি আবেদনকারীর৷
খান্ডেলওয়ালের আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন, ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে৷ বাজেয়াপ্ত হওয়া নথি, ডিজিটাল ডিভাইস, সম্পত্তি ও অন্যান্য যা কিছু বাজেয়াপ্ত করেছে ইডি, সব ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷