পর্নোগ্রাফি মামলার সঙ্গে যুক্ত অর্থ পাচারের তদন্তে মুম্বইয়ের শিল্পপতি তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বাসভবন ও অফিসে শুক্রবার অভিযান চালাল ইডি। ইডি সূত্রে খবর, রাজ কুন্দ্রার সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অশ্লীল চলচ্চিত্র নির্মাণের অভিযোগে ২০২১ সালের জুন মাসে কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়। দুই মাস জেলে থাকার পর ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁকে জামিন দেওয়া হয়। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ।