রাত পোহালেই বঙ্গে বিধানসভা উপনির্বাচন। তার আগে রাজ্যে ইডির হানা। বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার দুই রাজ্যের ১৭টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে বলে খবর। কেন্দ্রীয় তদন্ত সংস্থা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর অধীনে সেপ্টেম্বরে তদন্ত শুরু করে। অভিযোগ ওঠে, ঝাড়খণ্ডে মহিলা সহ বাংলাদেশী নাগরিকরা অনুপ্রবেশ করে অবৈধ তহবিল গড়ে তুলেছে।
মঙ্গলবার সকালে পিঙ্কি বসু নামে এক মহিলার মধ্যমগ্রামের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, ভারতীয় মুদ্রাকে বাংলাদেশী মুদ্রায় পরিবর্তন করে ফের সেই মুদ্রাকে ভারতীয় মুদ্রায় পরিবর্তন করত পিঙ্কি বসু। ঘন ঘন ঠিকানা পরিবর্তনেরও অভিযোগ রয়েছে তাঁর নামে। হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করার কাজ করত পিঙ্কি। এদিন পিঙ্কি বসুর দুটি বাড়ি এবং তাঁর একাধিক ঘনিষ্ঠের বাড়ি তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বিরাটি, ব্যারাকপুরেও হানা দিয়েছে ইডি।
এদিকে এই ইডি হানার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মনোজ পাণ্ডে। তিনি বলেন, নির্বাচনের আগে এই ধরনের ঘটিয়ে ওরা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ইডির ওপর চাপ সৃষ্টি করছে। ফের একবার বিজেপি হারবে। সত্যটা এবার অন্তত মেনে নেওয়া উচিত।
ভোটপ্রচারে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ঝাড়খণ্ডের বর্তমান সরকার ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই এইসব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখব। এই মন্তব্যের কয়েক দিনের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড এবং বাংলায় হানা দিল ইডি।