ঘুষ নেওয়ার অভিযোগে ছিলেন সিবিআইয়ের র‍্যাডারে, ইডি অফিসারের রহস্যমৃত্যু

সিবিআইয়ের র‍্যাডারে থাকা এক ইডি অফিসারের রহস্যমৃত্যু। দুর্নীতির সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে ছিলেন তিনি। মঙ্গলবার শাহিবাবাদে একটি রেললাইন থেকে অলোককুমার পঙ্কজ নামে ওই আধিকারকের দেহ পড়ে থাকতে দেখা যায়। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই দাবি পুলিশের একাংশের।

গাজিয়াবাদের বাসিন্দা অলোক কুমার ডেপুটেশনে ইডির নয়া দিল্লির অফিসে ছিলেন।এর আগে তিনি ইনকাম ট্যাক্স বিভাগে ছিলেন। দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাঁকে দু’বার জেরা করে সিবিআই। কিন্তু প্রমাণের অভাবে সেই মামলা আর এগোয়নি। 

ঘুষ নেওয়ার অভিযোগে ইডির এক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সন্দীপ সিংকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্রেই অলোক কুমারের নাম উঠে আসে। এক ব্যক্তি সিবিআইকে অভিযোগ করেছিলেন, তাঁর ছেলেকে গ্রেফতার না করার জন্য ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন সন্দীপ সিং।


সন্দীপকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে ইডি। ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে বমাল গ্রেফতার করে ইডির আধিকারিকরা। 

সিংয়ের বিরুদ্ধে মুম্বইয়ের এক গয়নার দোকান থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ওই স্টোরটি রেড করেছিল ইডি। একই মামলায় এফআইআরে সন্দীপ সিংয়ের সঙ্গে অভিযুক্ত হিসেবে নাম ছিল অলোককুমার পঙ্কজের। এই মামলার পর সন্দীপ সিংকে সাসপেন্ড করা হয়।

পুলিশ ইডি অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য একটি মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘুষ নেওয়ার অভিযোগে ইডি-সিবিআই অফিসারদের গ্রেফতারির ঘটনা কিন্ত এই এই প্রথম নয়। এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইডির সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ৭ জন অফিসার।