• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

আপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর ইডির, ঘুষের টাকা অভিযোগে করতে পারে সিল

দিল্লি, ১৫ জুলাই– বিপদ বেড়েই চলেছে আপ তথা আপ প্রধান কেজরিওয়ালের৷ ইডির মামলায় জামিন পেলেও সিবিআই-ও মদকাণ্ডে এখনও তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এবার ইডির কোপে পড়তে চলেছে আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ ইডি সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এবার আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করতে উদ্যোহী হয়েছে৷ ইতিমধ্যে মদকাণ্ডে অভিযুক্তদের মোট ২৪৪ কোটি টাকার সম্পত্তি ইডি

দিল্লি, ১৫ জুলাই– বিপদ বেড়েই চলেছে আপ তথা আপ প্রধান কেজরিওয়ালের৷ ইডির মামলায় জামিন পেলেও সিবিআই-ও মদকাণ্ডে এখনও তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এবার ইডির কোপে পড়তে চলেছে আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷

ইডি সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এবার আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করতে উদ্যোহী হয়েছে৷ ইতিমধ্যে মদকাণ্ডে অভিযুক্তদের মোট ২৪৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে৷ আপের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ এবং অন্যান্য অস্থাবর এবং স্থাবর সম্পদের পরিমাণ আনুমানিক ১১০০ কোটি টাকা৷

ওয়াকিবহাল মহলের খবর, গত সপ্তাহে ইডি চার্জশিট পেশ করে কেজরিওয়ালরে মদকাণ্ডের প্রধান হোতা হিসাবে উল্লেখ করার পাশাপাশি আম আদমি পার্টিকেও দুর্নীতির অন্যতম সুবিধাভোগী বলে চিহ্নিত করেছে৷ তারা বলেছে, মদকাণ্ডে হাত বদল হওয়া ঘুষের একশো কোটি টাকার মধ্যে ৪৫ কোটি আপের নির্বাচনী তহবিলে সরাসরি জমা হয়েছিল৷ এছাড়া আর্থিক সুবিধাভোগীরা আলাদা করে আপের তহবিলে টাকা ঢালে যা ২০২২-এ গোয়া বিধানসভার নির্বাচনে ব্যয় করে পার্টি৷

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল হয়ে গেলে দিল্লির মতো রাজ্যে বিধানসভা নির্বাচন লড়াই করা তুমুল কঠিন হয়ে পড়বে আপের পক্ষে৷ মদকাণ্ডে দলের নাম জড়ানোর পর সাধারণের চাঁদার পরিমাণ কমে গিয়েছে৷ কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী লড়াইকে সমর্থন জানিয়ে বিদেশে বসবাসকারী ভারতীয়দের একাংশও মোটা টাকা চাঁদা