কেজরিওয়ালকেই আবগারি দুর্নীতির কিংপিন বলে আদালতে দাবি ইডির

দিল্লি, ২২ মার্চ– ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই আবগারি দুর্নীতির মাথা৷ আদালতে অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশের পর এমটাই দাবি করল ইডি৷ এদিন ইডির আইনজীবী আদালতে জানান, অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির আবগারি দূর্নীতির ‘মূল ষড়যন্ত্রকারী’, ‘কিংপিন’৷ এই প্রেক্ষিতেই ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি৷
তিনি দূর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে ইডি৷ তাঁকে শুক্রবার তোলা হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে৷ তাঁকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার আগেই ইডি দাবি করেছিল, আবগারি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় ১০০ কোটি টাকা ঘুষ পেয়েছিলেন৷ শুক্রবার এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থা আদালতে জানিয়েছে, গোটা কেলেঙ্কারির কেন্দ্রে আছে ‘সাউথ গ্রুপ’ যার সঙ্গে আম আদমি পার্টি এবং বাকি অভিযুক্তদের যোগাযোগ ঘটাতেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী৷

আবগারি দুর্নীতি ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে৷ দাবি করা হয়েছে, তিনি দুই উচ্চপদস্থ ইডি আধিকারিকদের ওপর নজরদারি চালাচ্ছিলেন৷ সূত্র মারফৎ জানা গেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময়ে ইডির হাতে আসে ১৫০ পাতার একটি নথি৷ সেই নথিতে ইডির দুই উচ্চপদস্থ আধিকারিক (স্পেশাল ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর)-এর ব্যক্তিগত সহ একাধিক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য রয়েছে৷ সেই তথ্যও আদালতে পেশ করা হবে৷
এদিন আদালতে ইডি দাব করে, আবগারি দুর্নীতির অঙ্ক ৬০০ কোটি টাকার বেশি৷ এই টাকার মধ্যে থেকে ১০০ কোটি টাকা ওই ‘সাউথ গ্রুপ’ দিয়েছে৷ ইডির আরও দাবি, এর গ্রুপের সঙ্গেই ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতার যোগ রয়েছে৷ ঘটনাচক্রে তিনিও দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে গ্রেফতার হয়েছেন৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতে আরও দাবি করেছে, এই ‘সাউথ গ্রুপ’কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই আবগারি নীতিতে বদল আনেন কেজরিওয়াল৷ তার বিনিময় তিনি ওই গ্রুপ থেকে টাকা আদায় করতেন৷ পুরো লেনদেন নগদ অর্থে হত বলে দাবি৷ ইডি আদালতে জানিয়েছে, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷