পণ্য পরিবহনে ১০ কোটি টনের সর্বকালীন রেকর্ড টপকে গেল পূর্ব রেল

প্রতিনিধিত্বমূলক চিত্র

অতীতের সমস্ত ইতিহাস টপকে পণ্য পরিবহনে সর্বকালীন রেকর্ড গড়ল পূর্ব রেল। পূর্বে ১০০ মিলিয়ন টন অর্থাৎ ১০ কোটি টনের সর্বোচ্চ রেকর্ড ছিল পূর্ব রেলের। সেই রেকর্ডকে পিছনে ফেলে ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহনে সর্বোচ্চ ১০০.২৮ মিলিয়ন টনের রেকর্ড গড়েছে। নতুন ধরনের পণ্য পরিবহনের ওপর দৃষ্টি আকর্ষণ করা, নতুন পণ্য ছাউনি খোলা, আগের পণ্য টার্মিনাল ও পণ্য ছাউনির আধুনিকীকরণের অবিরাম প্রচেষ্টার ফলে পূর্ব রেলের পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবর্ষে ৮৬.৮৯ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছিল পূর্বাঞ্চলীয় রেল। কিন্তু সেই তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহনের মাত্রা ১৫.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য সাফল্য পূর্ব রেলের মাথায় একটি নতুন পালক জুড়ে দিয়েছে।