অতীতের সমস্ত ইতিহাস টপকে পণ্য পরিবহনে সর্বকালীন রেকর্ড গড়ল পূর্ব রেল। পূর্বে ১০০ মিলিয়ন টন অর্থাৎ ১০ কোটি টনের সর্বোচ্চ রেকর্ড ছিল পূর্ব রেলের। সেই রেকর্ডকে পিছনে ফেলে ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহনে সর্বোচ্চ ১০০.২৮ মিলিয়ন টনের রেকর্ড গড়েছে। নতুন ধরনের পণ্য পরিবহনের ওপর দৃষ্টি আকর্ষণ করা, নতুন পণ্য ছাউনি খোলা, আগের পণ্য টার্মিনাল ও পণ্য ছাউনির আধুনিকীকরণের অবিরাম প্রচেষ্টার ফলে পূর্ব রেলের পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবর্ষে ৮৬.৮৯ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছিল পূর্বাঞ্চলীয় রেল। কিন্তু সেই তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে পণ্য পরিবহনের মাত্রা ১৫.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে এই উল্লেখযোগ্য সাফল্য পূর্ব রেলের মাথায় একটি নতুন পালক জুড়ে দিয়েছে।