তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে ৫.৩ ছিল কম্পনের মাত্রা। শনিবার কম্পন অনুভূত হয় ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছে। শ্রীনগর সহ জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ ভূগর্ভের ১০ কিমিলোমিটার গভীরে জোরালো কম্পন অনুভূত হয়। কম্পনের প্রকৃত উৎসস্থল ছিল ৩৩.৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.৪৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
যদিও পাকিস্তানের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। আবার মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.০ এবং গভীরতা ছিল ৩৯.২ কিলোমিটার। তবে এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপে পরিণত হয় মায়ানমার। ভেঙে পড়েছে একের পর এক বহুতল। যার জেরে কয়েক হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। রিখটার স্কেলে ৭.৭ ছিল এই কম্পনের মাত্রা। এমনকি ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডেও এই ভূমিকম্পের প্রভাব পড়ে। রাজধানী ব্যাংককে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। তাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।